উমরা খুব সওয়াবের কাজ। সামর্থ ও সুযোগ হলে সবারই উমরা করা উচিত। হজ্জ যাদের ওপর ফরজ, তাদের সেটা আদায় না করা কবিরা গুনাহ। হজ্জ ফরজ হওয়া সত্ত্বেও হজ্জ পালন না করে উমরা করা উচিত নয়। উমরার অভিজ্ঞতা দিয়ে সঠিক ও সুন্দরভাবে হজ্জ পালন করা যায় না।
ফরজ হজ্জ বছরের পর বছর পিছিয়ে দেওয়া মোটেও সঠিক নয়। এর মধ্যে মৃত্যু হলে হজ্জ না করার শাস্তি ও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে না।
হজ্জে টাকা বেশি লাগে, সময়ও বেশি লাগে। হজ্জ করার মত টাকা নেই। কিন্তু উমরা করার মত টাকা আছে। সেক্ষেত্রে উমরাতে টাকা খরচ না করে হজ্জের জন্য অপেক্ষা করা উচিত। তবে অন্য কোনভাবে উমরার সুযোগ পেলে উমরা করা উচিত। ফরজ হজ্জ বাকি রেখে উমরা করে বসে না থেকে যথাশীঘ্র হজ্জ করা উচিত।