সম্ভাবনাকে বাস্তবায়ন – রওনক কবির

ঃ সুরা বাকারা বাকারা ১৮৩-১৮৭ আয়াত সমূহের আলোকে ঃ
আল্লাহ সুবাহানুতাআলা এই ৫ আয়াতে৫টি সম্ভাবনার কথা জানিয়েছেন। তা অর্জনে বান্দাকে উদ্যোগ নিতে হবে।
প্রথম আকাঙ্খা :
183 – বিশ্বাসীরা সিয়াম পালন করে মুত্তাকী হওয়ার আকাঙ্খা পোষণ করবে।
184 – সম্ভাবনা “যদি জানতে”
কল্যাণ পাওয়ার আকাঙ্খায় “জানতে হবে”
• নির্দিষ্ট কয়েকদিনের সাওম
• অসুস্থতায়, সফরে,বার্ধক্যে, অপারগতায়, পরে করার বা ফিদিয়া দেয়ার সুযোগ থাকলেও প্রকৃত কল্যাণ সাওম পালনে তা বুঝতে হবে।
185
কৃতজ্ঞ হওয়ার আকাঙ্খা
• রমাদান মাস, সকল মানুষের জন্য হুদা সম্বলিত কুরআন নাযিল হয়েছে ।
• এতে রয়েছে সৎ পথের স্পষ্ট নিদর্শন ফুরকান
• দিয়েছেন বিধান পালনের যা সহজ,যা কষ্টকর তা চান না ।
• এজন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে, তাতে কৃতজ্ঞ হওয়ার সুযোগ নিহিত।
186
সম্ভাবনা- “ইয়ার শুদুন” সত্যের সন্ধান পাওয়া।
জানানো হচ্ছে – তিনি ডাকে সাড়া দেন, তেমনি বান্দাকে তাঁর ডাকে সাড়া দিতে হবে, ঈমান রেখে। তাই আকাঙ্খা হবে আল্লাহর ডাকে সাড়া দেয়ার।
187
আকাঙ্খা –আল্লাহর প্রদত্ত সীমানা রক্ষা করে চলা।
• সওমের রাত
• প্রকাশ্য , অপ্রকাশ্য বিষয়ে বিধানের সাথে থাকা
• তাঁর নিদর্শন বর্ণনা করে সকল মানুষকে মুত্তাকী হওয়ার সম্ভাবনা বা সুযোগ করে দেন।
• রমাদান মাসে সিয়াম পালন করে সম্ভাবনাগুলো আকাঙ্খায় নিয়ে বাস্তবায়ন করতে হবে।
আমীন।

 

রওনক কবির

(কুরআন ক্লাস ৭৩)