মহিলাদের হজ্জ

ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষ উভয়ের জন্য হজ্জ ফরজ। মহিলাদের হজ্জে যে সব বিষয়ে পুরুষের থেকে তারতম্য বা পার্থক্য করতে হয়

মুহরিম: মহিলাদের জন্য মুহরিম ছাড়া হজ্জ পালন নিষিদ্ধ। যে পুরুষের সঙ্গে স্থায়ীভাবে বিবাহ হারাম তাকে মুহরিম বলে। এ ব্যাপারে কোন চালাকি বা প্রতারণার আশ্রয় নেওয়া উচিত নয়। মুহরিম হিসেবে বিবাহিত মহিলার জন্য স্বামী সর্বোত্তম। তবে বাবা, শ্বশুর, ভাই, ছেলে ইত্যাদী মুহরিম হতে পারে।

ইহরাম: পুরুষের মতই সাদা দু’প্রস্থ কাপড় পড়তে হয় না। সাধারণ স্বাভাবিক পোশাক তবে মুখম-ল ও হাতের কব্জি পর্যন্ত খোলা রাখতে হয়। ইহরাম স্বচ্ছ পাতলা হবে না, শরীরের সাথে আঁটসাঁট হবে না, কারুকার্য সুশোভিত, জাঁকজমকপূর্ণ বাহারি ও আকর্ষণকারী হবে না। পুরুষের পোশাকের মত হবে না। অমুসলিমদের পোশাকের মতও হবে না। ঋতুস্রাব অবস্থায় মহিলাদের ইহরাম বজায় থাকে,কেবলমাত্র তওয়াফ ও নামায বাদ থাকে।

কবর যিয়ারত: মহিলাদের জন্য প্রযোজ্য নয়।