আক্ষরিক বিশুদ্ধ কুরআন অনুবাদ কর্মসূচির গুরুত্ব।

সকল প্রসংসা আল্লাহর। যিনি মানুষের সঠিক ও সত্য পথ প্রদর্শনের জন্য কুরআন নাজিল করেছেন।

সল্লু ও সালাম মুহাম্মদ স এর উপর যিনি কুরআনের বিশুদ্ধতা ও অনুধাবন করার গুরুত্ব তুলে ধরে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন।

আল্লাহ কুরআন নাজিল করেছেন আরবদের মাঝে আরবি ভাষায়। যেন তারা বিশুদ্ধ ভাবে কুরআন বুঝতে পারে। আজমিদের কুরআন বুঝার জন্য অনুবাদের বিকল্প নাই।

কুরআনের বাংলা অনুবাদের অনেক সহজ অনুবাদ আছে কিন্তু বিশুদ্ধ অনুবাদ কয়েকটি আছে? আল্লাহ মালুম।

কুরআনে আল্লাহ যে শব্দ ব্যাবহার করেন নাই সে শব্দ ব্যাবহারে সহজতা হয়ত আসে কিন্তু অনেক সময় বিশুদ্ধতা হারিয়ে যায়।

অনুবাদের সহজতায় হয়তো অনেকেই কুরআন সহজে পড়তে সাহায্য করে কিন্তু তারা আয়াতের অন্তনিহিত ব্যপকতা অনুভব করতে পারেন না।

  • আবদাউ বিমা বাদাআল্লাহু বিহি’’

আমি আরম্ভ করছি যেভাবে আল্লাহ আরম্ভ করেছেন’’ (মুসলিম ২১৩৭)

আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তা দিয়েই শুরু করতে চাই।

আল্লাহ বলেছেন কুরআন সহজ। আমরা বিশ্বাস করি কুরআন সহজ। তাই অনুবাদের সহজতা নয়, আমাদের এখন দরকার অনুবাদের বিশুদ্ধতা। বিশুদ্ধতা থাকলে সহজতা এমনিতেই চলে আসিবে ইনশাআল্লাহ।।

কারন বিশুদ্ধতার দিকে মাথা ঘামালে সহজতা এমনিতেই আসবে। সহজতার দিকে মাথা ঘামালে বিশুদ্ধতা নাও আসতে পারে।

বর্তমান যুগের জন্য কুরআনের দাবি বিশুদ্ধতায় কুরআন পড়া। বিশুদ্ধতায় কুরআন বুঝা।

বাজারে একশতটার উপর কুরআনের বাংলা অনুবাদ আছে। কিন্তু সব গুলোই ভাব অনুবাদ। আক্ষরিক অনুবাদ নয়।

কয়েকটি আক্ষরিক অনুবাদের দাবিদার কিন্তু তাদের আক্ষরিক অনুবাদ দিয়ে বাক্য গঠন করতে গেলে বাক্য গঠন করা যায় না।

যারা আরবিতে কুরআন বুঝেন তারা বিশুদ্ধ অনুবাদের গুরুত্ব দেন না। যারা গুরুত্ব দেন তারা বুঝেন না। যারা বুঝেন ও গুরুত্ব দেন তাদের সময় নাই।

তাই মুসলিমদের সবারই এগিয়ে আশা উচিত একটি সঠিকতা সহকারে আক্ষরিক অনুবাদ প্রকল্প প্রচেস্টা গ্রহন করা। এক্ষেত্রে যে যার যার সামর্থ অনুসারে এগিয়ে আসা।

কেহ জ্ঞান দিয়ে কেহ সময় দিয়ে কেহ অর্থ দিয়ে।

আপনার কুরআনের ব্যাকরনের জ্ঞান আছে, এগিয়ে আসুন।

আপনার বাংলা ও ইংরেজি ব্যাকরণের জ্ঞান আছে, এগিয়ে আসুন।

আপনার জ্ঞান নাই কিন্তু সময় আছে, সাহায্যের জন্য এগিয়ে আসুন।

আপনার জ্ঞান সময় কিছুই নাই অর্থ আছে, এগিয়ে আসুন

সবার সম্মিলিত প্রচেষ্টার ফল হবে কুরআনের একটি সঠিক বাংলা আক্ষরিক অনুবাদ। যা হবে আপনার সাদাকায়ে জারিয়া।

কুরআনের এই আক্ষরিক অনুবাদ আপনার জন্য কিয়ামত পর্যন্ত বেনিফিট দিবে ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সবাইকে জানা ও বুঝার যোগ্যতা দান করুন। কুরআনের খেদমত ও ইসলামের খেদমত করার জন্য আমাদের জ্ঞান ও সামর্থ বৃদ্ধি করে দিন।
কুরআনকে কিয়ামত দিন আমাদের জন্য শাফায়াতকারী বানিয়ে দিন।
আমিন